ঢাকা মহানগরীর পরিবহণব্যবস্থা উন্নয়ন এবং বায়ুদূষণ হ্রাসে সরকারের নতুন উদ্যোগ হিসেবে বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। 'বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট' এর আওতায়, ২০২৬ সালের মধ্যে প্রথম পর্যায়ে তিনটি রুটে বৈদ্যুতিক বাস চালু হবে। প্রকল্পটির জন্য বিশ্বব্যাংক ৩০০ মিলিয়ন ডলার সহায়তা প্রদান করবে, যা ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) জানায়, চলতি বছরের জুলাই থেকে শুরু হয়ে ২০৩০ সালের জুনে শেষ হবে।
প্রকল্পটির আওতায় ২৫০ থেকে ৫০০টি বৈদ্যুতিক বাস চালানো হবে এবং নতুন বাস ডিপো স্থাপনসহ স্টপেজ উন্নয়ন এবং ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (ITS) চালু করা হবে। ডিটিসিএ জানিয়েছে, বৈদ্যুতিক বাসের রুট পরিচালনার জন্য একটি নতুন কোম্পানি গঠন হতে পারে, অথবা বিদ্যমান পরিবহণ কোম্পানিগুলোকে অনুমতি দেওয়া হতে পারে। গাজীপুর থেকে উত্তরা হয়ে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাস চলবে।
বৈদ্যুতিক বাস চালুর মাধ্যমে ঢাকার বায়ুদূষণ কমানোর পাশাপাশি পরিবহণব্যবস্থার শৃঙ্খলা আনা সম্ভব হবে, যা পরিবহণ খাতের আধুনিকায়ন এবং ঢাকার যানজট কমাতে সাহায্য করবে। পরিবহণ মালিক সমিতির নেতারা এবং নগর পরিবহণ বিশেষজ্ঞরা এই উদ্যোগকে একটি পরিবেশবান্ধব ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।